
বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক আরো কিছুটা কমাতে চায় বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে পারলে এই শুল্ক কমানো সম্ভব হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে Assistant US Trade Representative for South and Central Asia Brendan Lynch-এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, পাল্টা শুল্ক বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি তিন দিনের সফরে ঢাকায় এসেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুতই রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে কৃষি ও জ্বালানি পণ্যসহ বিমান কেনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী উপস্থিত ছিলেন।