
দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নতুন করে আটটি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী ২৫ বছরের জন্য এই স্টেডিয়ামগুলো ব্যবহার করার সুযোগ পাবে বাফুফে।
যেসব স্টেডিয়াম বরাদ্দ পেয়েছে বাফুফে
এনএসসি সম্প্রতি বাফুফেকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। এর মধ্যে ৪ সেপ্টেম্বর নীলফামারী স্টেডিয়াম বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়। এরপর ৯ সেপ্টেম্বর আরও সাতটি স্টেডিয়াম লিজ দেওয়া হয়েছে। স্টেডিয়ামগুলো হলো:
- গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম
- ময়মনসিংহ জেলা স্টেডিয়াম
- মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়াম
- রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম
- নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম
- কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম
- সিলেট জেলা স্টেডিয়াম
বরাদ্দ পাওয়া এই আটটি স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল এবং ভূমি কর বাফুফেকেই পরিশোধ করতে হবে। একই সঙ্গে বাফুফেকে তাদের আয়-ব্যয়ের হিসাব এনএসসিকে নিয়মিত জানাতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের শর্ত অনুযায়ী এই লিজ কার্যকর থাকবে এবং এনএসসি তিন মাসের বিজ্ঞপ্তিতে যেকোনো সময় লিজ বাতিলের অধিকার রাখে।