নৌবাহিনীর তত্ত্বাবধানে শুরু হলো ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫’

নৌবাহিনীর তত্ত্বাবধানে শুরু হলো ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫’

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সুইমিং কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

এই প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১২২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ১০০ মিটার চিৎ সাঁতার এবং ৪x১০০ মিটার দলগত মুক্ত সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী প্রথম এবং সেনাবাহিনী দ্বিতীয় স্থান লাভ করেছে। আগামী ১৮ সেপ্টেম্বর এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *