বিইউপিতে শেষ হলো ‘ন্যাশনাল ল’ ফেস্ট ২০২৫’

বিইউপিতে শেষ হলো ‘ন্যাশনাল ল’ ফেস্ট ২০২৫’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ রবিবার (১৪ সেপ্টেম্বর) শেষ হয়েছে ‘ন্যাশনাল ল’ ফেস্ট ২০২৫ (চ্যাপ্টার- II)’। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরের দক্ষতা বৃদ্ধি এবং আইনচর্চার ওপর জোর দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ জন শিক্ষার্থী এবং ৫০ জন বিচারক অংশ নেন। শিক্ষার্থীরা বিতর্ক, অ্যাডভোকেসি প্রেজেন্টেশন এবং প্যানেল আলোচনাসহ ২৪টিরও বেশি সেশনে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি তরুণদের মেধা বিকাশে এবং ব্যবহারিক আইন জ্ঞান বৃদ্ধিতে এমন উদ্যোগের প্রশংসা করেন।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বলেন, এই ধরনের প্ল্যাটফর্ম ভবিষ্যতের আইনজীবীদের জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এতে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *