
এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে হেরে সুপার ফোরের কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে টাইগাররা। এই হারের ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখন আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
হংকংকে হারিয়ে এশিয়া কাপে দারুণ সূচনা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর জাকের আলি ও শামিম হোসেন পাটোয়ারীর ব্যাটে ১৪০ রানের পুঁজি পায় টাইগাররা।
বাংলাদেশের দেওয়া এই লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো উড়ন্ত জয় পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বোলাররা, ফলে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।
বর্তমানে ২ ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় সুপার ফোরে যাওয়ার পথটা বেশ কঠিন হয়ে গেছে। গ্রুপের ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে রানরেটে তারা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।
সুপার ফোরে যেতে হলে পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন শ্রীলঙ্কাও আফগানদের হারিয়ে দেয়। সেক্ষেত্রে আফগানিস্তানের পয়েন্ট হবে ২, আর বাংলাদেশ ও শ্রীলঙ্কা যথাক্রমে ৪ ও ৬ পয়েন্ট নিয়ে সুপার ফোরের টিকিট পাবে।
তবে আফগানিস্তানের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরের আশা কার্যত শেষ হয়ে যাবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।