
রাত পোহালেই এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। তবে এবারের হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা সমর্থকদের মধ্যে অনেকটাই কম। যদিও ২২ গজের এই লড়াই ঘিরে ক্রিকেটমহলে চাপা উত্তেজনা বিরাজ করছে। ভারতে বিভিন্ন মহল থেকে ম্যাচ বয়কটের ডাক দেওয়া হচ্ছে এবং এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা এই ম্যাচ ‘অদৃশ্য বয়কট’ করবেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই কর্মকর্তারা নীরবে ম্যাচটি বর্জন করছেন। হাইভোল্টেজ এই ম্যাচে বোর্ডের অধিকাংশ শীর্ষ কর্মকর্তা মাঠে উপস্থিত থাকবেন না। এখন পর্যন্ত দুবাইয়ে বিসিসিআইয়ের কোনো দায়িত্বশীল ব্যক্তি যাননি। কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে রাজীব শুক্লা উপস্থিত থাকতে পারেন।
পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। দেশের অভ্যন্তরে পাকিস্তানের বিপক্ষে খেলতে না চাওয়ার আন্দোলনও চলছে। এমন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা যদি মাঠে উপস্থিত থাকেন, তবে তাদের সমালোচনা বা সামাজিক চাপের মুখে পড়তে হতে পারে। সমর্থকদের একাংশের এমন সমালোচনার ভয়েই সম্ভবত কর্মকর্তারা প্রকাশ্যে মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, ম্যাচের টিকিটও তেমন বিক্রি হচ্ছে না এবং মাঠে ভারতীয় সমর্থকদের আগ্রহও কম। সাবেক ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদবরাও এই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। এমনকি গত পরশু এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের জন্য ভারতের সুপ্রিম কোর্টে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয়েছিল, যদিও আদালত জরুরি ভিত্তিতে শুনানির জন্য রাজি হননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ম্যাচ বয়কট নিয়ে ক্যাম্পেইন চলছে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।