
শনিবার এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে জিততে হলে তাদের নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে হবে।
শুক্রবার সংবাদ সম্মেলনে আসালঙ্কা বলেন, “আমার মনে হয় আমরা সবাই জানি যে তারা (বাংলাদেশ) এই মুহূর্তে সত্যিই ভালো খেলছে। আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছি।” তিনি মনে করেন, সিরিজ হারলেও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছে। তাদের মূল লক্ষ্য হলো নিজেদের পরিকল্পনাগুলো ভালোভাবে মাঠে কাজে লাগানো।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ এখন অন্যরকম উত্তেজনা নিয়ে আসে। এ প্রসঙ্গে আসালঙ্কা বলেন, “আমি মনে করি এটা মূলত ভক্তদের জন্য একটি প্রতিদ্বন্দ্বিতা। তবে খেলোয়াড় হিসেবে আমরা একে একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হিসেবেই দেখি। আমরা কেবল বাংলাদেশ নয়, অন্য দলগুলোকেও ভালো খেলা উপহার দিতে চাই।”
লম্বা বিরতির পর তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এশিয়া কাপের দলে ফিরেছেন। হাসারাঙ্গার ফেরা দলের জন্য ইতিবাচক বলে মনে করেন আসালঙ্কা। তিনি বলেন, “অবশ্যই এটি আমাদের জন্য খুবই ভালো খবর। আমার মনে হয় সে আমাদের সাদা বলের ফরম্যাটের অন্যতম সুপারস্টার। একজন অধিনায়ক হিসেবে ওয়ানিন্দুকে দলে পাওয়াটা সত্যিই খুব ভালো।”