
কক্সবাজার, ১২ সেপ্টেম্বর, ২০২৫: কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজন রোহিঙ্গা যুবককে আটক করেছে। আজ শুক্রবার ভোরে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ মন্ডলপাড়া এলাকায় এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত যুবকরা হলো: ছৈয়দুল আমিন (২৬), ওমর ফারুক (২০) এবং জাবেদ আলম (১৮)। তারা মিয়ানমারের নাগরিক।
বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।