
সিলেট নগরীর লালবাজারে একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এই অভিযানে মোঃ তৌহিদুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার ও মামলার বিবরণ
শুক্রবার রাত ১টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল কোতোয়ালী মডেল থানাধীন লালবাজারের মোহাম্মদীয়া হোটেলের ১০২ নম্বর কক্ষে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত তৌহিদুল ইসলামের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে:
- পন্ডস বিউটি ফেসওয়াশ: ৯০ প্যাকেট (৪০টি বড় ও ৫০টি ছোট)।
- স্কিন শাইন ক্রিম: ৩৭০ পিস।
- এল অপ-জি-ক্রিম: ১৯০ পিস।
- ফগ বডি স্প্রে: ২৫টি।


এছাড়া, আসামির কাছ থেকে ৩ হাজার টাকাও জব্দ করা হয়। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (এফআইআর নং-১০, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৫) দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।