
সিলেটকে আরও নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এই অ্যাপটির নাম ‘GenieA’। এটি নাগরিক ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
কেন এই অ্যাপ?
পুলিশ কমিশনারের মতে, সময়ের সাথে অপরাধের ধরন বদলেছে, তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ‘GenieA’ অ্যাপটি সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এর মাধ্যমে এক ক্লিকেই পুলিশের সাহায্য পাওয়া যাবে এবং অভিযোগ জানানো সহজ হবে।
অ্যাপের মূল সুবিধা
- জরুরি সাহায্য: অ্যাপের মাধ্যমে এক ট্যাপেই তাৎক্ষণিক পুলিশি সাহায্য পাওয়া যাবে।
- সহজ রিপোর্টিং: যেকোনো অপরাধের সহজ রিপোর্ট করার সুবিধা।
- বিশেষ হেল্প ডেস্ক: প্রবাসী, নারী ও শিশুদের জন্য আলাদা হেল্প ডেস্ক।
- অন্যান্য সুবিধা: লোকেশন শেয়ার, নোটিফিকেশন এবং অভিযোগের বর্তমান অবস্থা ট্র্যাকিং করার ব্যবস্থা।
- ভবিষ্যৎ পরিকল্পনা: ভবিষ্যতে এই অ্যাপে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সুরক্ষার মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়—এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। পুলিশের একার চেষ্টায় সব সম্ভব নয়। আপনাদের অংশীদারিত্বই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট।” তিনি আশা প্রকাশ করেন, এই অ্যাপটি সিলেটের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।