
রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করায় ভারত ও চীনের ওপর কঠোরভাবে চাপ প্রয়োগের জন্য জি৭ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন সংকট সমাধানে রাশিয়াকে আলোচনার টেবিলে আনার উদ্দেশ্যে ট্রাম্প এই আহ্বান জানান। বিষয়টি সংশ্লিষ্ট চারজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফাইনান্সিয়াল টাইমস।
আগামীকাল শুক্রবার ইউক্রেন নিয়ে ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাব নিয়ে জি৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা এক ভিডিও কলে আলোচনা করবেন। গত সপ্তাহে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের প্রতিও ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছিলেন। এবার তিনি জি৭ দেশগুলোকেও একই পদক্ষেপ নেওয়ার কথা বললেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অভিযোগ করে বলেন, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ভারত ও চীন পুতিনের হাতকে শক্তিশালী করছে। এর ফলে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে আরও তীব্র গতিতে হামলা চালিয়ে মানুষ হত্যা করছেন। তিনি আরও বলেন, “আমাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য স্পষ্ট বার্তা হলো যদি তারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে একত্রিত হয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে জি৭-কেও এগিয়ে আসা উচিত।”
ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপ করতে বলেছেন, সে বিষয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে সূত্রের খবর অনুযায়ী, এই শুল্কের হার ৫০ থেকে ১০০ শতাংশ হতে পারে।
এর আগেও ট্রাম্প রাশিয়ার থেকে তেল কেনার দায়ে ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যা পরে বাজারের অস্থিরতার কারণে কিছুটা কমানো হয়।