ওমরাহ পালনের জন্য আনসার ও ভিডিপির সদস্যদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ

ওমরাহ পালনের জন্য আনসার ও ভিডিপির সদস্যদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ পবিত্র ওমরাহ পালনের জন্য মনোনীত কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট এবং বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার আনসার ও ভিডিপি সদর দপ্তরের অডিটোরিয়াম কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাপরিচালক ৩৫ জন মনোনীত সদস্যের হাতে উপহার সামগ্রী তুলে দেন।


তিনি বলেন, “ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা হলো সাম্য। সকল প্রকার বৈষম্য দূর করে, বাহিনীর সকল সদস্যের মাঝে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বাহিনীর পক্ষ হতে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ইসলাম শুধু একটি ধর্ম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমাদের প্রত্যেককে ইসলামের মৌলিক শিক্ষায় আলোকিত হয়ে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”

মহাপরিচালক ওমরাহ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন এবং বাহিনীর সার্বিক মঙ্গল ও অগ্রগতির জন্য দোয়া চান। বাহিনীর এই বিশেষ উদ্যোগটি সদস্যদের পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার প্রতি এক স্বীকৃতি। আশা করা হচ্ছে, ওমরাহ পালনের মাধ্যমে সদস্যরা আত্মশুদ্ধি ও নতুন অনুপ্রেরণা লাভ করে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *