লংগদুতে যৌথ অভিযান: ৭ কেজি গাঁজা ও নগদ অর্থসহ একজন আটক

লংগদুতে যৌথ অভিযান: ৭ কেজি গাঁজা ও নগদ অর্থসহ একজন আটক

রাঙ্গামাটি, ১১ সেপ্টেম্বর, ২০২৫: রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে আনসার ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে সাত কেজি গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম এবং নগদ ৬৭ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়।

লংগদু আনসার ব্যাটালিয়নের (৩৮ বিএন) ও মাহিল্যা আর্মি ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের আওতাভুক্ত উত্তরসোনায় ২নং এলাকার আজিজুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭ কেজি গাঁজা, মাদকদ্রব্যের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে আজিজুরকে আটক করে লংগদু জোন সদরে নিয়ে আসা হয় এবং পরে জোন কমান্ডারের নির্দেশে তাকে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯টি ব্যাটালিয়ন বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *