
সিলেট শাহপরাণ (রহঃ) থানা পুলিশের এক অভিযানে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১০৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এই অভিযান পরিচালনা করে।
শাহপরাণ (রহঃ) থানার পরগনা এলাকায় ময়না মিয়ার বাড়ির তিন তলা ভবনের তৃতীয় তলা থেকে রব্বানী আহমেদ (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জৈন্তাপুরের হরিপুর এলাকার বেলুপাড়ায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযানে নেতৃত্ব দেন মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ সাজিব হোসেন।