
চলতি ওমরাহ মৌসুমে আরাফাতের ময়দান পরিদর্শনে আসা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ নির্দেশনা ও পরামর্শ সেবা চালু করেছে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। এখানে বিভিন্ন ভাষার বিশেষজ্ঞরা উপস্থিত থেকে ওমরাহ যাত্রীদের ধর্মীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ওমরাহ পালনের পাশাপাশি মুসলমানরা মিনা, মুজদালিফা এবং আরাফাতের ময়দানসহ পবিত্র স্থানগুলো পরিদর্শন করেন। বিশেষ করে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালে রহমতে গিয়ে নফল নামাজ ও দোয়া করার কারণে সেখানে প্রচুর ভিড় হয়। অনেক সময় ভুল তথ্য বা ধারণার কারণে অনেকে সঠিক নিয়মগুলো মানতে পারেন না। এই সমস্যা সমাধানেই মন্ত্রণালয়টি এই বিশেষ সেবা চালু করেছে।
আরাফাতের ময়দানের জাবালে রহমতের কাছে বেশ কিছু বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে বিভিন্ন ভাষায় প্রস্তুত করা তথ্য ও পুস্তিকা বিতরণ করা হচ্ছে। এছাড়া, সরাসরি পরামর্শ বা ধর্মীয় কোনো বিষয়ে সমাধান জানতে চাইলে বিশেষজ্ঞরা বিভিন্ন ভাষায় সহায়তা দিচ্ছেন। এতে বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহ যাত্রীরা নিজেদের ভাষায় প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন।
জনসাধারণের শৃঙ্খলা বজায় রাখতে জাবালে রহমতে যাতায়াতের রাস্তাগুলো একমুখী করা হয়েছে, যাতে পাহাড়ে ওঠা ও নামার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।