ব্যর্থতা আমাদেরই।

ব্যর্থতা আমাদেরই।

মোঃ সামছুল হক শামীম বিএনপির বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশ করেছেন। তিনি দলের সাম্প্রতিক ব্যর্থতার কারণগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং কিছু বাস্তবসম্মত পরামর্শ দিয়েছেন। তার মূল বক্তব্যগুলো হলো:

আমাদের আত্মসমালোচনা ও আত্মোপলব্ধির প্রয়োজন আছে। ৫ তারিখের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রাজনীতি করতে পারিনি। সকল কমিটিতে নিজেদের বলয়ের লোক দিয়ে নিজেকে শক্তিশালী করেছি দল কে নয়।আর আমরা ত্যাগিদের বাদ দিয়ে নব্য বিএনপি এবং হাইব্রিডদের বেশি প্রাধান্য দিয়েছি বেশি যার ফলাফল আজ ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রকাশ পেল। আমরা দলের জন্য নয় নিজেদের শক্তির জানান দেয়ার জন্য গ্রুপিং নিয়ে ব্যস্ত।

দলের ভালো’র জন্য –


মোঃসামছুল হক শামীম
যুগ্ম আহবায়ক
৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদল।
আহবায়ক
জিয়া সাইবার ফোর্স
জেড সিএফ, সেনবাগ উপজেলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *