
বরিশালের মুলাদীর সফিপুর ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে আজ বিকেলে এক মতবিনিময় সভা করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সফিপুর ইউনিয়নের মানুষ প্রতিদিন নদীভাঙনের কারণে নিঃস্ব হচ্ছে। গত দশ বছরে রাজনৈতিক দলগুলো তাদের দিকে কোনো নজর দেয়নি। তিনি বলেন, “আমাদের সামান্য চেষ্টায় আপনাদের এখানে জিও ব্যাগ ফেলার জন্য মন্ত্রণালয়ে যতটুকু চেষ্টা করেছি, তা আরও করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, এবি পার্টি সরকারি দল বা সরকার নয়, তাই যেকোনো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব জনগণের। ব্যারিস্টার ফুয়াদ সফিপুরের বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য স্থানীয় রাজনীতিবিদ ও আমলাদের দুর্নীতিকে দায়ী করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, তানভির নেওয়াজ, যুগ্ম সদস্য সচিব আহমেদ ডা. তানভির আহমেদ, রায়হান উদ্দিন, সদস্য শোভন এবং যুবনেতা শান্তসহ স্থানীয় অন্যান্য নেতারা।