মুশফিকুর রহিমের ভাতিজার করুণ পরিণতি: কক্সবাজার সৈকতে মরদেহ উদ্ধার

মুশফিকুর রহিমের ভাতিজার করুণ পরিণতি: কক্সবাজার সৈকতে মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া পর্যটক আহনাফের (১৬) মরদেহ দীর্ঘ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সোয়া ৬টার দিকে কক্সবাজার সৈকতের সমিতিপাড়া পয়েন্টে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান।

গত রবিবার দুপুর পৌনে ৩টার দিকে আহনাফ তার দুই বন্ধুর সঙ্গে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় তারা তিনজনই ঢেউয়ের তোড়ে ভেসে যায়। লাইফগার্ড কর্মীরা দ্রুত অভিযান চালিয়ে তার দুই বন্ধুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ নিখোঁজ হন। সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, নিখোঁজের ১৬ ঘণ্টা পর আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের ছেলে এবং জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের সম্পর্কে ভাতিজা। বগুড়া থেকে সপরিবারে তারা কক্সবাজার ঘুরতে এসেছিলেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আজিম খান জানান, আহনাফকে উদ্ধারে জেলা প্রশাসন ও লাইফগার্ড যৌথভাবে কাজ করেছে। সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, স্থানীয় পোনা শিকারিরা মরদেহটি তীরের কাছে ভাসতে দেখে কূলে নিয়ে আসে। পরে লাইফগার্ড ও বিচকর্মীরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *