প্লাস্টিক বোতল দাও, গাছের চারা নাও: খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব উদ্যোগ

প্লাস্টিক বোতল দাও, গাছের চারা নাও: খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব উদ্যোগ

পরিবেশ রক্ষায় এক দারুণ উদ্যোগ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাব। প্লাস্টিক দূষণ কমাতে তারা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা দিয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৩’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেছিলেন, “ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলার কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, প্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আশা প্রকাশ করেছিলেন যে, পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেছিলেন যে, ভবিষ্যতে এই ধরনের উদ্যোগগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ পেলে সবুজায়নসহ টেকসই উন্নয়ন বাস্তবায়িত হবে।

এসময় উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং ক্লাবের সভাপতি ইনছান আলী ও সাধারণ সম্পাদক ফারদিন দীপনসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *