ভেজাল প্রসাধনীর কারবারি সিআইডি’র হাতে গ্রেফতার

ভেজাল প্রসাধনীর কারবারি সিআইডি’র হাতে গ্রেফতার

ভেজাল প্রসাধনী উৎপাদন ও বিক্রির অভিযোগে ঢাকার চকবাজার থেকে মো. তারিকুল ইসলাম ওরফে নয়ন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

সিআইডি জানায়, তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে গতকাল (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার বড় কাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তদন্তে জানা গেছে, তারিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্ষতিকর ও ভেজাল কসমেটিকস তৈরি এবং বাজারজাত করার সঙ্গে জড়িত। এসব ভেজাল পণ্য ব্যবহারের ফলে সাধারণ মানুষ ক্যান্সারসহ নানা ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।

সিআইডি আরও জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও চিহ্নিত করে গ্রেফতারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *