
রাজবাড়ীর পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আজ একটি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ এবং নানা ধরনের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ফরিদপুর থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদকের একটি দল ছদ্মবেশে সেবাপ্রার্থী হিসেবে অফিসে প্রবেশ করে। তারা জানতে পারেন যে, দলিল লেখকরা সরকারের নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নিয়ে দলিল সম্পাদন করেন। এই অনিয়ম দেখে দুদক টিম সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের সতর্ক করে দেয়।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল অর্থ আত্মসাতের অভিযোগ যাচাই করা। এ কারণে দুদক দল অফিসের স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় করের রেজিস্টার এবং ব্যাংকে জমা দেওয়া চালানের কপি জব্দ করেছে।
দুদক জানিয়েছে, তারা জব্দ করা কাগজপত্রগুলো খতিয়ে দেখবে এবং তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেবে।