ব্রাহ্মণবাড়িয়ার কিশোর উদ্ভাবক নাবিলের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর উদ্ভাবক নাবিলের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে আজ বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নাবিলের হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন।

নাবিলের উদ্ভাবনী কাজের প্রতি উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। রুহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়ায় নাবিলের গ্রামের বাড়িতে গিয়ে তার ও তার দলের অন্য দুই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন নাবিলকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম রনিসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

নাবিলের উদ্ভাবিত অ্যাপটির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’, যা মূলত শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। অ্যাপটির উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে হেল্প বাটন, লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা, আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক এবং এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাবিলের এই উদ্ভাবন আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হবে। খুব শিগগিরই আমেরিকা ও তুরস্কে দুটি সম্মেলনে তার অ্যাপটি দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *