খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে সরকারের অনুমোদন

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে সরকারের অনুমোদন

খুলনা বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকীকরণ ও সক্ষমতা বাড়াতে ৯টি নতুন জিআইএস (GIS) টাইপের বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৫৫ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকা। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে, বিদ্যুৎ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রথম প্রস্তাবে, ৪টি নতুন ৩৩/১১ কেভি ১*১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে। এই কাজ পেয়েছে টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম নামের একটি প্রতিষ্ঠান, যার জন্য ব্যয় হবে ১০৪ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৫৫০ টাকা।

দ্বিতীয় প্রস্তাবে, ৫টি নতুন ৩৩/১১ কেভি ২*১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে। এই উপকেন্দ্রগুলোও টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম নির্মাণ করবে, যার ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ২৭৫ টাকা।

এই বৈঠকেই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) অপারেশন ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগের একটি দরপ্রস্তাব বাতিল করার অনুমোদনও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *