৯৯৯-এ ফোন করে অপহৃত সহকর্মীকে বাঁচালেন রাকিব

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে অপহৃত এক ব্যক্তিকে জীবনের ঝুঁকি থেকে রক্ষা করেছেন রাকিব নামে এক যুবক। গতকাল শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে রাকিব জরুরি নম্বরে ফোন করে জানান, তার সহকর্মী মনিরকে (৩৫) অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণের জন্য দাবি করা হয়েছে টাকা।

রাকিব জানান, তিনি এনজেড ফ্যাব্রিক্সে কর্মরত এবং তার সহকর্মী মনির ফ্যাক্টরি ভিজিটের উদ্দেশ্যে হেমায়েতপুর, সাভারে যান। সেখান থেকে মনিরকে অপহরণ করে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকার বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাসায় আটকে রাখা হয়। অপহরণকারীরা মনিরের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে মনির নিজেই রাকিবকে ফোন করে বলেন, তিনি চরম বিপদের মধ্যে আছেন এবং দ্রুত ২০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর অনুরোধ করেন।

রাকিবের ফোন পেয়ে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মোঃ সাজিদুল ইসলাম বিষয়টি দ্রুত ভাটারা থানায় জানিয়ে দেন। এরপর প্রযুক্তির সহায়তায় মনিরের অবস্থান সনাক্ত করে ভাটারা থানা পুলিশ কুড়িল বিশ্বরোডের একটি বাড়িতে অভিযান চালায় এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, অভিযান টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *