ঢাকার শ্যামলী থেকে অপহরণের পর মিলল নরসিংদীতে

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি ফোন কলের মাধ্যমে ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহৃত এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে ২০২৫ সালের ২৮ মে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে। টাঙ্গাইলের মির্জাপুর থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে জানান, তার ভাগনী তমা আক্তার (২৫) কে ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহরণ করা হয়েছে। তিনি আরও জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা চাচ্ছে এবং তিনি ইতোমধ্যে বিকাশের মাধ্যমে ২,৫০০ টাকা পাঠিয়েছেন।

ফোনটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মোঃ রেজোয়ান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি ঢাকার আদাবর থানায় জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আদাবর থানা পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকায়। দ্রুতই বিষয়টি জানানো হয় পলাশ থানা পুলিশকে।

পলাশ থানার একটি টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অপহৃত তমা আক্তারকে ঘোড়াশালের একটি বাড়ি থেকে নিরাপদে উদ্ধার করে।

ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পলাশ থানা পুলিশের এসআই কাজী কামাল, যিনি অভিযানে নেতৃত্ব দেন এবং ৯৯৯-কে ঘটনার সফল সমাপ্তির বিষয়ে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *