‘৯০% কমন’ সাজেশনের লোভ দেখিয়ে প্রতারণা: সিআইডির হাতে চক্রের মূলহোতা গ্রেফতার

‘৯০% কমন’ সাজেশনের লোভ দেখিয়ে প্রতারণা: সিআইডির হাতে চক্রের মূলহোতা গ্রেফতার

এসসি’র (বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন) বিভিন্ন নন-ক্যাডার পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে এক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মতিউর রহমান (৩২), যার বাড়ি জামালপুরের মেলান্দহ থানা এলাকায়।

প্রতারক চক্রটি চাকরিপ্রার্থীদের হতাশাকে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিত। সেখানে তারা দাবি করত, তাদের কাছে ‘৯০% কমন’ পড়ার মতো নিশ্চিত সাজেশন আছে। তারা এই সাজেশনগুলোকে “ATEO এর জন্য সিক্রেট শীট” বা “শেষ মুহূর্তের চূড়ান্ত Secret সাজেশন শীট” বলে প্রচার করত, যেখানে মাত্র ৫৫০টি MCQ থেকে ৮০-৯০% কমন আসবে বলে আশ্বাস দিত।

তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা নিত। যেমন, ক্যাশ অন ডেলিভারির জন্য ৯০ টাকা এবং পিডিএফ-এর জন্য ২০০ টাকা অগ্রিম নিত, যা পেমেন্টের এক মিনিটের মধ্যেই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। এই কার্যক্রমের ফলে একদিকে যেমন সাধারণ চাকরিপ্রার্থীরা প্রতারিত হচ্ছিলেন, অন্যদিকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুনাম ক্ষুণ্ন হচ্ছিল।

পিএসসি-এর পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর সিআইডিতে অভিযোগ করা হলে তারা দ্রুত তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তির সহায়তায় মতিউর রহমানকে শনাক্ত করে সিআইডি জামালপুর এবং জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এই ঘটনায় পিএসসি-এর পক্ষে শেরে বাংলা নগর থানায় একটি মামলা (মামলা নং- ০১, তারিখ- ০১/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। বর্তমানে এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে সিআইডির অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতকে আদালতে উপস্থাপন করে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *