‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে ছাত্র-জনতা আনতে সরকার আট জোড়া ট্রেন ভাড়া করেছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার পর বাণিজ্যিক ভিত্তিতে এই ট্রেনগুলো ভাড়া দেওয়া হয়েছে।

এই আট জোড়া ট্রেন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর থেকে যাত্রী আনবে এবং অনুষ্ঠানের দিন বিকেলে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ৮টা থেকে ১০টার মধ্যে সুবিধামতো সময় ট্রেনগুলো ঢাকাকে ছাড়বে। সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে অন্যান্য ট্রেন যাত্রায় বিঘ্ন না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *