
সিরাজগঞ্জ সরকারি কলেজে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে ৬২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, পাবনা থেকে এই এনফোর্সমেন্ট অভিযানটি পরিচালিত হয়।
অভিযোগের মধ্যে রয়েছে:
- গাড়ির রক্ষণাবেক্ষণ, চালকের বেতন ও তেলের খরচ বাবদ বিপুল অর্থ ব্যয়।
- বিভিন্ন বিভাগ থেকে আপ্যায়নের জন্য অতিরিক্ত চাঁদা আদায়।
- বোর্ড ও অভ্যন্তরীণ পরীক্ষার ফি বিতরণে অনিয়ম।
- শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত উন্নয়ন ফি ১০০ টাকার পরিবর্তে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা আদায়।
- আইসিটি খাতে ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা আদায়।
- ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও সেই খাতে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়।
অভিযানকালে দুদকের দল সংশ্লিষ্ট গাড়ির লগবই, বিল-ভাউচার এবং অভিযোগ-সংশ্লিষ্ট অন্যান্য নথি সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত সব তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।