
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি রাকসুর প্রচার ও প্রকাশনা পদের জন্য লড়বেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী বুধবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি বলেন, “আমি আশাবাদী, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা আমাকে চেনেন এবং ভালোবাসেন।” একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই তার পাশে দাঁড়াবে এবং ভোট দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শাহরিয়ার মোর্শেদ জানান, পারিবারিক কারণে ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। পরে বিভিন্ন কোম্পানিতে চাকরি করার পর আবার পড়াশোনা শুরু করার তাগিদ অনুভব করেন। ২০১৭ সালে এসএসসি এবং ২০২০ সালে এইচএসসি পাশ করার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
তিনি বিবাহিত এবং চার কন্যা সন্তানের জনক। গত মাসেই তার এক মেয়ের বিয়ে হয়েছে। মজার বিষয় হলো, তার মেয়েও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং তার জামাইও একই বিশ্ববিদ্যালয়ের অন্য একটি হলের আবাসিক ছাত্র।
রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন এবং ডোপ টেস্টের সময়সীমা আজই শেষ হচ্ছে।