‘৫ আগস্টের পর লক্ষ্য সংসদ ভবন’ — এনসিপির আহ্বান

‘৫ আগস্টের পর লক্ষ্য সংসদ ভবন’ — এনসিপির আহ্বান

“৫ আগস্ট ছিল গণভবন অভিমুখে পদযাত্রা, এবার গন্তব্য জাতীয় সংসদ ভবন” — এমন ঘোষণা দিয়ে দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার রাত ৮টার দিকে রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে আয়োজিত এ সভায় তিনি বলেন, “নির্বাচনের পূর্বে বিচার ও সংস্কারের সুরাহা নিশ্চিত করতে হবে। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে বাংলাদেশে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই কেবল আবেগ নয়, এটি একটি সংবিধানিক দাবি। যারা এটি মানতে চায় না, তারা মূলত মুজিববাদের নতুন পাহারাদার হয়ে উঠেছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা জুলাই সনদের দাবিতে বিজয়ী হবো ইনশাআল্লাহ।”

মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণে নতুন লংমার্চের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি দেশের পানির ন্যায্য হিস্যা আদায় করতে হয় বা সীমান্ত রক্ষা করতে হয়, তবে রাজশাহীকেই আমরা আবার লংমার্চের সূতিকাগার বানাব।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যে আবেগ জন্ম নিয়েছে, সেটি এই জাতির ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা দেবে। ঐকমত্য কমিশনে গৃহীত সংস্কারের প্রস্তাব আটকে দেওয়া গেলেও জনগণের কাছে সেই সংস্কার পৌঁছালে তারা বাস্তবায়ন করবেই।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা এবং রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। পথসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *