
নোয়াখালী জেলায় গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এই তথ্য রোববার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ ইব্রাহীম।
জানা যায়, দেশে অস্থিতিশীলতা রোধে জেলার নয়টি উপজেলায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালিত হয়। শুক্রবার ও শনিবার পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হন ২০ জন রাজনৈতিক কর্মী, যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন থানার আওতাধীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন কোম্পানীগঞ্জ, সুধারাম, চরজব্বর, বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ী এবং সেনবাগ থানার বাসিন্দারা। অভিযানে আটক হওয়া ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, “অপরাধ দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।”