
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪১ রানের সহজ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে ভারতের অবস্থান আরও মজবুত হলো। ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র লড়াই করেছেন ব্যাটার সাইফ হাসান, কিন্তু অন্যপ্রান্তে যোগ্য সঙ্গের অভাবে হার এড়াতে পারেনি দল।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ভারতের ওপেনার অভিষেক শর্মা মাত্র ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫ রানের এক বিস্ফোরক ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। শুভমান গিল (২৯) এবং হার্দিক পান্ডিয়াও (৩৮) রান করে বড় সংগ্রহের দিকে দলকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত ১৬৮ রানে অলআউট হয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন সবচেয়ে সফল ছিলেন। তিনি ২ উইকেট নেন ২৭ রান খরচ করে। মোস্তাফিজুর রহমান, তানজিম শাকিব এবং সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে। একপ্রান্তে দেয়াল হয়ে দাঁড়ান সাইফ হাসান। তিনি ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় লড়াকু ৬৯ রানের ইনিংস খেলেন। কিন্তু অন্যপ্রান্তে কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। দ্রুত বিদায় নেন তানজিদ (১), হৃদয় (৭), শামীম (০), জাকের আলী (৪) ও সাইফউদ্দিন (৪)।
ভারতের স্পিন আক্রমণের সামনে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
ভারতের হয়ে স্পিনার কুলদীপ যাদব মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। জাসপ্রিত বুমরাহ (২/১৮) এবং বরুণ চক্রবর্তীও (২/২৯) দুটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান।