
রাজধানীর শাহবাগ এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও থান কাপড়সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহেল (২৮)। তার বাড়ি কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার অর্জুনতলা গ্রামে।
ডিবি সূত্র জানায়, শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে রমনা ডিবির একটি দল। অভিযানে শাহবাগ থানার আওতাধীন এলাকায় অবস্থান করা সোহেলকে আটক করা হয়, যিনি ভারত থেকে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ধরনের পণ্যসহ রাজধানীতে প্রবেশ করেছিলেন।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়—
- ১২০৭টি ভারতীয় শাড়ি
- ১২৮৮টি ভারতীয় থ্রি-পিস
- ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড়
- একটি কাভার্ড ভ্যান (যাতে এসব কাপড় বহন করা হচ্ছিল)
- একটি প্রাইভেট কার
ডিবি কর্মকর্তারা জানান, এসব কাপড় চোরাচালানপথে সীমান্ত অতিক্রম করে ঢাকায় আনা হয়েছিল এবং দেশের অভ্যন্তরে বিক্রির পরিকল্পনা ছিল। এসব পণ্যের বিপরীতে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব বা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
উদ্ধারকৃত সব কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ লাখ ২৩ হাজার টাকা।
গ্রেফতারের পর সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তিনি এসব পণ্যের উৎস এবং তার সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিবি।
ঘটনার বিষয়ে ডিএমপির শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে, এবং গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।