চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি।

দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে সাইপ্রাস থেকে দেশে ফিরলেন চার বন্ধু। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে হাইমচর উপজেলার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করলেন তাঁরা। হেলিকপ্টারে চড়ে তাঁদের আগমনের খবর পেয়ে ভিড় জমান শিশু-কিশোর ও নারী-পুরুষ। এ সময় এলাকাবাসী ও স্বজনদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শুক্রবার সাইপ্রাস থেকে বিমানযোগে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হক মাতব্বরের ছেলে মো. মাসুম বিল্লাহ, তাঁর বন্ধু কামরুল হাসান তুষার, পাভেল ও মামুন। পরে বিকেলে সেখান থেকে হেলিকপ্টারে চড়ে এলাকায় আসেন তাঁরা। তাঁদের আগমনকে স্বাগত জানিয়ে স্বজনরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
হেলিকপ্টারে আগমনের অনুভূতি প্রকাশ করে তাঁরা বলেন, “দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে যানজটে বসে থাকা কষ্টসাধ্য বিষয়। তাই যানজট ও সময় বাঁচাতে আমাদের এই উদ্যোগ। এলাকাবাসী আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে, তাতে আমরা সত্যিই আবেগাপ্লুত।”