
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৬ সালের পবিত্র হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি ভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে হজযাত্রীদের সুবিধার জন্য বিমান ভাড়া কমানো হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা।
(২৮ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই প্যাকেজগুলো ঘোষণা করেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ (বিশেষ)-এর খরচ ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, হজ প্যাকেজ-২ এর খরচ পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এর খরচ চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ-১ (বিশেষ) এর হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। এছাড়া, এ প্যাকেজে অ্যাটাচড বাথরুমসহ এক রুমে সর্বোচ্চ পাঁচজনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাঁবুর অবস্থান হবে জোন-২ তে।
হজ প্যাকেজ-২ এর হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে এক দশমিক দুই কিলোমিটার হতে এক দশমিক আট কিলোমিটারের মধ্যে এবং মদিনায় সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। এ প্যাকেজেও এক রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে এবং মিনায় তাঁবুর অবস্থান হবে জোন-২ তে।
সরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে নতুন সংযোজন হজ প্যাকেজ-৩, যা একটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে। এছাড়া, মিনায় তাদের তাঁবুর অবস্থান হবে জোন-৫ এ এবং হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে।
কোরবানি বাবদ ৭২০ সৌদি রিয়ালের সমপরিমাণ ২৩ হাজার ৬৫২ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অর্থ আবশ্যিকভাবে সৌদি সরকারের নুসুক মাসার প্ল্যাটফর্মে জমা দিতে হবে। তবে খাবার বাবদ কোনো টাকা প্যাকেজে ধরা হয়নি। এজন্য প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল হিসেবে প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে।
হজের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই শুরু হয়েছে এবং আগামী ১২ অক্টোবর ২০২৫ এর মধ্যে তা শেষ করতে হবে। ১২ বছর বা তার বেশি বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা হজে যেতে পারবেন।