
হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এক অভিযান চালিয়েছে। মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া এলাকায় পরিচালিত এই অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৮৫ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।