শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে ছাত্রশিবির

শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে ছাত্রশিবির

১৪ আগস্ট বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে শিক্ষাব্যবস্থা আধুনিক, যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের জন্য ৩০ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য: অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কমিশন গঠন, জুলাই গণঅভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষাক্রম প্রণয়ন, STEM শিক্ষায় অগ্রাধিকার, ভাষা শিক্ষা, সামরিক ও শারীরিক শিক্ষা, শিক্ষাবাজেট অগ্রাধিকার, আনন্দায়ক স্কুলিং, উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন, গবেষণামুখী উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়ন কাঠামোর আধুনিকায়ন, সমান সুযোগ নিশ্চিতকরণ, ছাত্ররাজনীতি ও ছাত্রসংসদ নির্বাচন, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক-অংশগ্রহণ ও জবাবদিহিতা।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগরীর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *