
১৪ আগস্ট বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে শিক্ষাব্যবস্থা আধুনিক, যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের জন্য ৩০ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য: অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কমিশন গঠন, জুলাই গণঅভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষাক্রম প্রণয়ন, STEM শিক্ষায় অগ্রাধিকার, ভাষা শিক্ষা, সামরিক ও শারীরিক শিক্ষা, শিক্ষাবাজেট অগ্রাধিকার, আনন্দায়ক স্কুলিং, উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন, গবেষণামুখী উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়ন কাঠামোর আধুনিকায়ন, সমান সুযোগ নিশ্চিতকরণ, ছাত্ররাজনীতি ও ছাত্রসংসদ নির্বাচন, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক-অংশগ্রহণ ও জবাবদিহিতা।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগরীর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।