বাংলাদেশকে চীনের উপহার: ২ হাজারের বেশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম

বাংলাদেশকে চীনের উপহার: ২ হাজারের বেশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম

২৬ জুলাই ঢাকায় একটি আনুষ্ঠানিক আয়োজনে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবু জাফর এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাশির উদ্দিন।

চিকিৎসা সরবরাহের মধ্যে ছিল ২ হাজারের বেশি প্রয়োজনীয় ওষুধ ও অস্ত্রোপচার সামগ্রী, যা চীনের ইউন্নান প্রদেশের পররাষ্ট্র দপ্তর এবং উহান তৃতীয় হাসপাতাল থেকে পাঠানো হয়েছে। এই সহায়তা মূলত সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করার জন্য প্রদান করা হয়েছে।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখবে চীন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *