
১৮ জুলাই স্মরণে দেশের মোবাইল গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডাটা পাঁচ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে।
বিটিআরসি জানায়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় ডিজিটাল স্বাধীনতা ও জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সকল মোবাইল অপারেটরকে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের আগাম তথ্য জানাতে বলা হয়েছে। একইসঙ্গে নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে অফারটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। সেই সময় ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার। ২৩ জুলাই ব্রডব্যান্ড আংশিকভাবে চালু হলেও মোবাইল ইন্টারনেট ফের চালু হয় ২৮ জুলাই, দীর্ঘ ১০ দিন পর।
বিটিআরসি আশা করছে, এই উদ্যোগ ডিজিটাল অধিকার ও স্বাধীনতার প্রতি রাষ্ট্রের প্রতিশ্রুতি প্রকাশ করবে।