
সরকারি প্রাথমিকের পঞ্চম শ্রেণির পর এবার দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায়ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে জানানো হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি পাঁচটি বিষয়ের ওপর নেওয়া হবে, যা হলো: কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে, মোট ৫০০ নম্বরের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী।
পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং মানবণ্টন শিগগিরই মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হবে।
এর আগে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও একই সময় বৃত্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হওয়া এই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাসিক বৃত্তিসহ মাধ্যমিক পর্যায়ে ভর্তিতে অগ্রাধিকার পাবে।
২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু হওয়ার পর থেকে এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। এবার পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।