
ডেমরা (ঢাকা) থেকে গাঁজা পরিবহনের অভিযোগে র্যাব-১০ অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার ৪৬.৫ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ডেমরার বামৈল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম শিল্পী আক্তার (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাবিয়া রামপুরের বাসিন্দা এবং স্বামী শেখ মোঃ কবির। অভিযানে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পী আক্তার দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।