সিলেটে দুই পৃথক অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় চকলেট ও মদসহ ৮ জন আটক

সিলেটে দুই পৃথক অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় চকলেট ও মদসহ ৮ জন আটক

সিলেটের জালালাবাদ থানা পুলিশের দুটি পৃথক অভিযানে ১৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় চকলেট, মদ ও দুটি চোরাচালানকারী গাড়ি জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম অভিযান

সোমবার দুপুর ১:২৫ মিনিটে জালালাবাদ থানার এসআই রাজিত রায় বড়ফৌদ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি অনটেস্ট সিএনজি থেকে ১ লাখ ৫২ হাজার ৪৬০ টাকা মূল্যের ৫০৮২ পিস ভারতীয় নেসলে কিটক্যাট চকলেট জব্দ করেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. ইসমাইল আলী, নোমান মিয়া, মো. তিতাস রহমান ও মো. জামাল মিয়া।

দ্বিতীয় অভিযান

একই দিন বিকেল ৪:৩৫ মিনিটে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুশফিকুর রহমান একই এলাকায় আরেকটি চেকপোস্ট পরিচালনা করেন। এই অভিযানে একটি সাদা হাইয়েস গাড়ি থেকে ১১ লাখ ৭৭ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় চকলেট এবং ৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গাড়িটি (মূল্য-২৫ লাখ টাকা) জব্দ করা হয় এবং ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. ইমরান আহমদ, মারুফ আহমদ, ফাহিম হোসেন তানভীর ও মো. নাদিম হাসান।

দুটি ঘটনার বিরুদ্ধেই জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *