
নতুন ভোটারদের ভুল তথ্য সংশোধনের জন্য ১২ দিন সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানিয়েছে, আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে ২০২৫ সালের হালনাগাদ ভোটার তালিকার খসড়া।
চলতি হালনাগাদে ৪৪ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন। খসড়ার ভিত্তিতে এসব ভোটারদের জন্য একটি সম্পূরক তালিকা প্রকাশ করা হবে।
এই তালিকা প্রকাশের পর, ভোটাররা প্রয়োজন অনুযায়ী নিম্নোক্ত বিষয়ে আবেদন করতে পারবেন:
- যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি
- মৃত্যুজনিত কারণে নাম কর্তন
- স্থানান্তর
- তথ্য সংশোধন বা ত্রুটি দূরীকরণ
আবেদন ফরম:
ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ ব্যবহার করে আবেদন ২১ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে।
আবেদনের নিষ্পত্তি হবে:
২৪ আগস্টের মধ্যে, উপজেলা বা থানাভিত্তিক নির্বাচন ও রেজিস্ট্রেশন অফিসাররা সব দরখাস্তের নিষ্পত্তি করবেন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে:
৩১ আগস্ট ২০২৫।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ১৮ লাখ।