
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। সোমবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতির পর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয় ২২ মে।
এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা ২০২৪ সালের তুলনায় ৯৫ হাজার ২২২ জন কম। গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছাত্রী ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।