
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বরদাশ্ত করা হবে না। সোমবার বিকেলে শহীদ মিনার চত্বরে এক সমাবেশে তিনি বলেন, “চাঁদাবাজদের জন্য এনসিপিতে কোনো জায়গা নেই। মুখে সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, কিন্তু কাজ করেন বিপরীত। এদের রুখে দিতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “চালাকির রাজনীতি নয়, ঘরে ঘরে গিয়ে জনগণের পাশে দাঁড়ান। নিজের খরচে প্রোগ্রাম করে প্রমাণ করুন আপনারা জনগণের দলের কর্মী।” নেতাকর্মীদের সেলফি ও তেলবাজি পরিহারের আহ্বান জানান তিনি।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “ময়মনসিংহ ইতিহাসে আন্দোলনের সূতিকাগার। কিন্তু আজ আমাদের সন্তানরা শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না। সরকার শুধু গণতন্ত্র নয়, নদী ও পরিবেশকেও ধ্বংস করেছে।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেন, “জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা আওয়ামী লীগের সহ্য হয়নি। শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে আমাদের ওপর হামলা চালানো হয়।”
সভাপতিত্ব করেন জাভেদ রাসিন, বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, আবুল বাশার, ইকরাম এলাহী খান প্রমুখ।