
শনিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।
এ সময় মাহে রমজানের বাজার পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, এবারের রোজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আগের বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার পুরো রমজান মাসজুড়ে দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।