সুখবর নিয়ে ছুটিতে আফিদারা

সুখবর নিয়ে ছুটিতে আফিদারা
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরেই ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গতকাল আরব আমিরাত সফর শেষে দেশে ফিরে দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আফিদা খন্দকার ও তার সতীর্থরা। সাক্ষাৎকালে, বাফুফে সভাপতি তাদের বলেন, ঈদুল ফিতরের পর আবার ক্যাম্প শুরু হবে, কারণ জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা রয়েছে। বাছাই পর্ব সফলভাবে উৎরাতে পারলে পরের বছর মার্চেই চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে। সাক্ষাৎকালে, তাবিথ আউয়াল অধিনায়ক আফিদা খন্দকারের পারফরম্যান্সও জানতে চান। দুই ম্যাচে দু’টি গোল করেছেন আফিদা, দুটিই পেনাল্টি থেকে। পেনাল্টি কিক নিয়ে তাবিথ আউয়াল জানতে চান, আফিদা নার্ভাস ফিল করেছিলেন কি না এবং কেমন করে প্র্যাকটিস করেন তিনি। এছাড়া, তিনি এই সফরের অভিজ্ঞতা জানতে আরও কিছু খেলোয়াড়ের কাছ থেকে কথা বলেন। বাফুফে নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানান, সভায় মেয়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং ম্যাচের পারফরম্যান্স নিয়ে তিনি কোচের সাথে কথা বলবেন। কিরণ আরও বলেন, “ঈদের পর ক্যাম্পে আবার ডাকবো, তবে এর সঠিক সময় পরে জানানো হবে।” নারী ফুটবলারদের বেতন সম্পর্কে কিরণ জানান, “হাতে হাতে বেতন দেওয়ার কিছু নেই। মাস শেষ হলেই তাদের অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে।” ২০২৩ সালের ৮ ম্যাচের সঙ্গে আরও দুটি ম্যাচের ফি বকেয়া রয়েছে, এর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ নারী ফুটবল দল, ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে অংশ নেয়। তবে, এই দুটি ম্যাচেই বাংলাদেশ ৩-১ গোল ব্যবধানে পরাজিত হয়। এ সফরে ইংলিশ কোচ পিটার জেমস বাটলার পুরানো ১৮ ফুটবলারকে বাদ দিয়ে নতুনদের নিয়ে দল গঠন করেছিলেন। ঈদের পর ৫৫ ফুটবলারকে ক্যাম্পে ডাকা হবে বলে বাফুফে সভাপতি জানিয়েছেন। তবে, ছুটির পর কীভাবে নারী ফুটবলের সংকট মোকাবিলা করা হবে, সেটি এখনো অজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *