
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার (১২ জুন) রাতে এক প্রজ্ঞাপনে জানায় যে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পরবর্তী ১২ মাসের জন্য তিন ম্যাচের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিনি তার অধিনায়কত্বের যাত্রা শুরু করবেন।
মিরাজ দায়িত্ব নেওয়ার পর বলেন, “এই দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দেশকে নেতৃত্ব দেয়া কোনো ক্রিকেটারের স্বপ্ন। দলের প্রতি আস্থা আছে, মেধা আছে, নির্ভয়ে খেলতে হবে। আমি চাই আত্মবিশ্বাস নিয়ে সেরাটা দিতে।”
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “মিরাজের ব্যাট-বলে ধারাবাহিকতা, লড়াকু মানসিকতা ও প্রেরণাশক্তি দেখে বোর্ড মনে করেছে ওয়ানডে দলের রূপান্তর সময়ের যথার্থ অধিনায়ক। তার টেম্পারামেন্ট ও ম্যাচিউরিটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।”