মেলবোর্নের কাছে বাংলাদেশ ‘এ’ দলের জয় হাতছাড়া

মেলবোর্নের কাছে বাংলাদেশ ‘এ’ দলের জয় হাতছাড়া

টপ এ্যান্ড টি-২০ সিরিজে বাংলাদেশ ‘এ’ দল মেলবোর্ন স্টার্সের বিপক্ষে জয় কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ হারে। একশ’র আগে দলটি পাঁচ উইকেট হারায়নি, কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যান জনাথন মার্লোর ব্যাটিংয়ে মাত্র ৪ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।

এভাবে পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ হেরে বাংলাদেশের ‘এ’ দলের অবস্থান ১১ দলের মধ্যে পয়েন্ট টেবিলে আট নম্বরে নেমে আসে।

বৃহস্পতিবার ডারউইনে টস জিতে ব্যাটিং শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। ধীরগতির ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে মেলবোর্ন ৬২ রানে চতুর্থ উইকেট হারায়। ১২ ওভারের শেষে তাদের স্কোর ৮১ রানে ৫ উইকেট।

শেষ ৮ ওভারে ৭৬ রান দরকার ছিল মেলবোর্নের। এই সময়ে বাংলাদেশ ‘এ’ দল রান রোধ করতে ব্যর্থ হয়। দলের পঞ্চম ব্যাটার জনাথন মার্লো ৩৮ বলে ৬১ রান করে ম্যাচে এগিয়ে নেন, তবে জয় পর্যন্ত ১১ রান দূরে থাকতে আউট হন। তার ইনিংসে চারটি চার এবং তিনটি ছক্কা ছিল। এছাড়া ওপেনার স্যাম হার্পার ২৯ রান করেন।

বাংলাদেশের ওপেনিং জুটি ২৭ রান যোগ করে। নাঈম শেখ ও সোহান বলের সঙ্গে পাল্লা দিতে পারেননি। ওপেনার জিসান ১৩ বলে ১৩ রান করে আউট হন। নাঈম শেখ ২১ বলে ১৯ রান করে দলের ৫০ রানে আউট হন, তিনি এক চারের শট মারতে সক্ষম হন।

এরপর সাইফ হাসান ও সোহান ৬৩ রানের জুটি গড়েন। তবে জুটিতে তীব্রতা লক্ষ্য করা যায়নি। সোহান ২৭ বলে ৩৩ রান করেন, চারটি চার মারেন। সাইফ ৩৫ বলে ৪৫ রান করে, যার মধ্যে দুটি চার এবং একটি ছক্কা। ইয়াসির আলী রাব্বি শেষ মুহূর্তে দাপট দেখিয়ে ১৭ বলে ২৯ রান করেন, দুটি করে চার ও ছক্কা সহ।

শেষ ৪ ওভারে মেলবোর্নের জন্য প্রয়োজন ছিল ৩৭ রান। ১৭তম ওভারে ২২ রান দিয়ে তোফায়েল আহমেদ মূলত ম্যাচ হারের দিকে ধাক্কা দেন। পেসার হাসান মাহমুদ ও স্পিনার রাকিবুল হাসান যথাক্রমে ৪ ওভারে ২১ এবং ২৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *