মুজিববাদবিরোধী বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

মুজিববাদবিরোধী বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ আবার নানা ছলে-বলে মাথা তুলছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তিনি বলেন, একদলীয় শাসন, দুর্নীতি, লুটপাট, ইসলামবিদ্বেষ এবং প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে নির্ভরশীল করে তোলাই মুজিববাদের বৈশিষ্ট্য। সেই রাজনীতির বিরুদ্ধে এখনই সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

আজ শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় তিনি আরও বলেন, দেশের বর্তমান রাষ্ট্রব্যবস্থা ফিটনেসবিহীন। সেই রাষ্ট্র সংস্কারের জন্যই এনসিপির যাত্রা। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহণেই শেখ হাসিনার সরকার বিদায় নিয়েছে, তবে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত এনসিপির লড়াই চলবে।

এর আগে, তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রা করেন।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়। এ সময় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

সভায় আখতার হোসেন বলেন, এই পদযাত্রা মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সমস্যার সমাধান খুঁজে বের করার প্রক্রিয়া। এটাই নতুন রাজনীতির দিশা।
হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপিকে ভয়ভীতি দেখিয়ে থামানো যাবে না। সুনামগঞ্জের মানুষের জন্য কর্মসংস্থানের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সুমন রাজা বলেন, অতীতে বৈষম্যের শিকার হলেও এবার সুনামগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে। তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *